শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অল্প বিদ্যা ভয়ংকর, কথাটি অতিমাত্রায় সত্য…… অশিক্ষিত মানুষের চেয়ে অল্প শিক্ষিত মানুষ সমাজের জন্য বেশি ক্ষতিকর। অশিক্ষিত কেউ কোন বিষয়ে না জেনে মন্তব্য করে না,এবং এই নিয়ে তর্কও করে না। নিজেদেরকে জাহিরও করে না। কিন্তু অল্প অশিক্ষিতরা যা জানে না তা নিয়ে তর্ক করতে দ্বিধা করে না। তারা তাদের স্বল্প বিদ্যাকে পুঁজি করে, পৃথিবীর সব কিছুকে পরিমাপ করতে চাই, পরিমাপ করেও…। তারা নুতন প্রজন্মের মেধা বিকাশের অন্যতম প্রধান প্রতিবন্ধক । তারা কোন সঠিক তথ্যকে তাদের মান্দাতা আমলের স্বল্প জ্ঞান দিয়ে বিচার করে। অনেক সময় বয়সে বড় এই মানুষ গুলো তাদের এই মহান পাণ্ডিত্য গুলো বয়সোপেক্ষা ছোটদের ঘাড়ে অনেকটা জোর করে চাপিয়ে দিতে চাই…। কিন্তু এই মহান পাণ্ডিতরা বোঝতে চেষ্টা করে না, যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এই ভুল- ভ্রম তথ্যগুলো বয়সোপেক্ষা ছোটরা আগে থেকেই সঠিকটা জানে । এবং এই নিয়ে বড়দের সাথে তর্ক করলে,তাদের হার নিশ্চিত । কারন সে তর্কে পারলে ও, তাদের বকাঝকাকে গ্রাহ্য করতে পারে না। ফলাফল মহান পাণ্ডিত্যরা তাদের এই অবাঞ্চিত চেষ্টাকে বিজয়ী মনে করে, হয়ত অন্য কোন দিন অন্য কোন সময়ে তাদের এই স্বল্প বিদ্যাকে সুযোগ বুঝে পুনরায় ব্যাবহার করে নিজের পাণ্ডিত্য আরেকবার জাহির করে…………। বিশেষ দ্রষ্টব্যঃ– “সব অল্প শিক্ষিত মানুষকে কটাক্ষ করে কিন্তু বলা হয়নি, সামজের কিছু অতি জ্ঞানী ভাবধরা গোবরে পোকার পাণ্ডিত্যের কিঞ্চিৎ বিশ্লেষণ মাত্র ”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ