Call

পর্দাবিধান অনুসারে দেখলে এ খেলায় কোনো সমস্যা নেই। কারণ এখানে আপনারা একে অপরের সাথে সামনাসামনি বসে খেলছেন না। সুতরাং পর্দার মধ্যেই রয়েছেন। তবে ফেসবুক আইডিতে যদি পরনারীর ছবি থাকে এবং তা দেখা হয় সেক্ষেত্রে তা জায়েয হবে না।  অপর দিক দিয়ে দেখলে লুডু খেলা মোটেও শরীয়তসম্মত নয়। এতে শারীরিক বা মানসিক প্রশান্তি নয় বরং শুধুমাত্র সময়ের অপচয় হয়। লুডু খেলার আসক্তি আরো নানাভাবে ক্ষতিকর হতে পারে, যা ইসলাম সমর্থন করে না। শুধুমাত্র এরূপ খেলাই জায়েয যাতে শারীরিক উপকারিতা লাভ হচ্ছে, পর্দাবিধানের ভেতরে রয়েছে, সময় অপচয় হচ্ছে না, আসক্তি তৈরি হচ্ছে না, কোনো কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে না ইত্যাদি। (বিস্তারিতঃ https://www.bissoy.com/248586/)। সেক্ষেত্রে বোঝাই যায় যে লুডু খেলা জায়েয নয়। মূলকথা এই যে এভাবে লুডু খেললে যদি বিপরীত লিঙ্গের ব্যক্তির অবয়ব না জানা হয় তাহলে পর্দা লঙ্ঘিত হয় না। কিন্তু লুডু খেলা জায়েয নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ