শেয়ার করুন বন্ধুর সাথে
Mdmijankahn

Call

আবূ হুরাইরা (রাঃ) হতে বৰ্ণিত। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন, ‘আমি আমার উম্মাতের উপর কঠিন হওয়ার ধারণা না করতাম তবে প্রত্যেক উযূর সঙ্গে মিসওয়াক করার আদেশ করতাম ।  সুত্রঃ সুনানে বুলুগুল মারাম।হাদিস নম্বর 32 মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে হাসান-আদ-দাব্বী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উযুর অবশিষ্ট পানি দিয়ে মেসওয়াক করতেন।  সুত্রঃ সুনান আজ দারাকুতনী হাদিস নম্বর 90 প্রথম হাদিস প্রমাণ করে মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত।  আর দ্বিতীয় হাদিসে অযূর অবশিষ্ট পানি দিয়ে মেসওয়াক করার বর্ননা রয়েছে। তবে দ্বিতীয় হাদিসের ব্যপারে আপত্তি রয়েছে। আপনার প্রশ্নের ফতোয়া হলো ,কেউ যদি ভুলবশত মেসওয়াক না করে। তাহলে পরে করে নিলে সুন্নাত আদায় হয়ে যাবে। ....... আল্লাহ সর্বজ্ঞ......।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ