একটি মেয়ের সাথে আমার অল্প কিছুদিন হলো  ফেসবুকে পরিচয়।তার প্রতি আমি ভীষণ দূর্বল হয়ে পরেছি।তাকে ভালোবেসে ফেলেছি।জানিনা সে আমাকে ভালোবাসে কি না।তবুও আমি তাকে প্রপোজ করতে চাই।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রিয় মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি দু'হাত বাড়ালাম তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে, 

"আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়। কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ এসব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয়। একদিন সব রাস্তা মিলে গেলো, যোগ হলে একখানে। সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি। ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই। এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে পারা যায় না ভালোবাসার কথা, অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে. এই পাখিটা কোন পাখি জানো এই পাখিটা হচ্ছে মনপাখি! 
আর এই পাখিটি একমন থেকে অন্য মনে যাতায়াত করে।  I love you. আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি  আশাকরি তুমিও আমায় ভালোবাসবে।     

হয়তো আবেগ এর ফলে অনেক কিছু বলে ফেললাম,
ভুল হলে ক্ষমার চোখে দেখো, আর ভালো লাগলে মনের চোখে দেখো তোমার উত্তরে আশায় থাকলাম
ইতি ........!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ