এসইও (SEO) শেখা বা কোর্স শুরু করার আগে কি কি জানা দরকার?  ধন্যবাদ। 
Share with your friends
Call

জানলে উপকার আছে ।  না জানলে সমস্যা নেই- এসইও জিনিসটা কী? উদাহরণ দিয়ে বলছি,ধরুন আমি গুগলে সার্চ করলে, “e-commerce website in Bangladesh” লিখে।অনেকগুলো রেজাল্ট দেখতে পেলেন।এখন ৪০-৫০ এর দিকে যে ওয়েবসাইটগুলো আছে তাদেরকে প্রথম পেইজ বা প্রথম দিকে আনার জন্য যে কাজগুলো করা হয় তাকেই এক কথায় এসইও বলে।এর পুরো নাম search engine optimization. That means,সার্চ ইঞ্জিন রোবটগুলার সাথে একটু বুজাপরা করে আমার ওয়েবসাইটি প্রথম দিকে নিয়ে আসতে হবে।যাতে আমার অনলাইন ব্যবসার টার্গেটিং কাস্টমার আমি ধরতে পারি। কতদিন লাগে SEO শিখতে? ব্যাসিক ব্যাপারগুলো জানতে আপনার ১-২ মাসের বেশী লাগার কথা নয়।মানে,যার কাছে শিখছেন তার শিখানোর গতি ও আপনার শিখার গতির উপরেই সময়টা নির্ভর করে। তাহলে এডভান্স এসইও আবার কোনটাকে বলে, এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবথকে বড় প্লাটফর্ম।আর ডিজিটাল মানেই আপডেট।টেকনোলজী যেমন আপডেট হয়,তেমনি মার্কেটিং টেকনিকগুলাই দিন দিন আপডেট হয়।আপনাকে just সেই আপডেটগুলার সাথে তাল মিলিয়ে চলতে হবে।চিন্তার কিছু নেই ব্যসিকটা শিখে নেন,তখন এমনি আপনি সবার সাথে আপডেট হয়ে যাবেন।আপডেট হওয়া টাকেই এডভান্স এসইও বলে। এসইও শিখে কী কী করা যায়? ডিজিটাল মার্কেটিং এর সবথেকে বড় প্লাটফর্ম নিয়ে Study করার পরেও যদি বলেন,এটা শিখে কি করা যায়,তাহলে আমার বলার কিছু নেই।আমি শুধু এটুকু বলছি,ই-কমার্সের সবথেকে বড় প্রফিট আসে এই “এসইও করার মাধ্যমে”।Even,এমাজন এর রাজত্বের পিছনে বড় একটা জায়গা দখল করে আছে এই এসইও।এমাজনে Affiliate প্রোগ্রামের মাধ্যমে যে সেলগুলো হয়।সেখানে এমাজনের affiliate মার্কেটাররা এসইও করার মাধ্যমে ম্যাক্সিমাম সেল নিয়ে আসে।

Talk Doctor Online in Bissoy App