দয়া করে খুব তাড়াতাড়ি ভালো কয়েকটা মানপএ দিবেন। কাল আমাদের অনুঃষ্ঠান তাই প্লিয একটু তাড়াতাড়ি দিলে খুব উপকৃত হতাম।
Share with your friends
Call

বিসমিল্লাহির রহমানির রহীম। SSC বিদায়ী শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অত্র স্কুলের সম্মানিত সভাপতি , শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ভাই/ বোনেরা আস্ সালামু আলাইকুম। এবং অন্যান্য জাতির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠান মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়াটা হয়তো সম্ভব হবে না। আমরা এই স্কুলে পড়েছি। আমরা এখানে ভাই বোনের মত ছিলাম। শিক্ষকগণ আমাদের বাবা-মায়ের মতো ছিলেন। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই স্কুলের পরিসরটা আরও ছোট। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া ও আশির্বাদ করবেন যেন আমরা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পান করতে পারি। আমরা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই। এছাড়া আপনাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিতে মন চাচ্ছে না , তবুও বিদায় নিতেই হবে । তাই কবির চরণে বলতে হয় ___ যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় । যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। - সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App