বিঃদ্রঃ আমার প্রশ্নের বিভাগ নির্বাচন নিয়ে আমি কনফিউজড। ভালোবাসা নিয়েই প্রশ্ন, তবে সেটা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা না। ফেসবুক থেকে আমার এক আপুর পরিচয় হয়। যার কারণে আজকে আমার বড় বোন না থাকা নিয়ে কষ্ট পেতে হয় না। বুবুও আমাকে তার আপন ভাইয়ের স্থানে জায়গা দিয়েছে। আমি বুবুকে প্রচন্ডরকম ভালোবাসি। আর এটাও জানি বুবুও আমাকে ভালোবাসে। কিন্তু, এরপরেও প্রতিদিন আমি চিন্তিত থাকি একটা বিষয় নিয়ে। বুবুকে হারানো নিয়ে ভয় হয়। আমার মনে প্রশ্ন উঠে "বুবুর সাথে আমার যোগাযোগ কখনো কি বিচ্ছিন্ন হবে? আমি যতটা ভালোবাসি সে ততটা ভালোবাসে আমাকে? বুবুর জীবনে আমার আলাদা ইম্পর্টেনস আছে তো?" এরকম অনেক অমূলক প্রশ্ন। এই ব্যাপারে বুবুকে যখন বলছি তখন বুবু বোঝানোর চেষ্টা করছে, আশ্বস্ত করার চেষ্টা করছে "আমার স্থানটা কেউ নিতে পারবে না, আমার জন্য বুবুর ভালোবাসা কখনো কমবে না"। যখন বুবু এসব বলে তখন নিজের কাছেও কিছুটা প্রশান্তি অনুভূত হয়। কিন্তু দুই-একদিন পর আবার যেই কে সেই।  ফেসবুকে যখন দেখি বুবু কারো সাথে সুন্দর করে কথা বলছে, অন্য কেউ বুবুর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে তখন জেলাস ফিল হয়। যদিও আমি বুঝি যে আমার জীবনেও বুবু ছাড়া আরো বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি বুবুর স্থান দেই না ঠিকই কিন্তু তাদের সাথে সুন্দর করে কথা বলার চেষ্টা করি। বুবুর ক্ষেত্রেও এমন হওয়াটা স্বাভাবিক, প্রতিটা মানুষের ক্ষেত্রেই এমন হওয়াটা স্বাভাবিক। এটা বোঝার পরেও আমার খারাপ লাগে। এই খারাপ লাগাটা কি স্বাভাবিক? বুবু আমাকে কখনোই ইগনোর করে নাই, এরপরেও কেন এমন হয়? কেন ভয়ে থাকি? ভয় হওয়াটা কি স্বাভাবিক? কিভাবে এই ভয়টা দূর করতে পারবো? হারানোর ভয়টা খুব যন্ত্রনা দেয়।
শেয়ার করুন বন্ধুর সাথে