যেমন সুরা নাযিয়াত আয়াত ৩০
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সুরা নাযিয়াত-এর ৩০ নং আয়াত হলোঃ وَ  الۡاَرۡضَ بَعۡدَ ذٰلِکَ دَحٰىہَا — অর্থাৎ, এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন। دَحٰىہَا শব্দটি মূলত (دحی) শব্দ থেকে আগত। এখানে 'দাহা-হা' (دَحٰىہَا) শব্দের অর্থ হলোঃ বিস্তৃত, বিছানো, ছড়ানো - ইত্যাদি। পূর্বে হা-মীম সিজদার ৯ নং  আয়াতে উল্লেখ হয়েছে যে, خلق (সৃষ্টি করা) এক জিনিস এবং دحى (সমতল, বিস্তৃত ও বাসোপযোগী) করা অন্য এক জিনিস। পৃথিবী সৃষ্টি হয়েছে আকাশের পূর্বে। কিন্তু তাকে বিস্তৃত করা হয়েছে আকাশ সৃষ্টির পর। এখানে সেই তত্ত্বই বর্ণিত হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ