শেয়ার করুন বন্ধুর সাথে

স্টোরে বা গুদামে কাঁচামাল রাখার প্রতিটি পাত্র বা তাকে পণ্যের পরিমাণ সংক্রান্ত তথ্য যে কার্ডে লেখা থাকে,সেটিই হলো বিন কার্ড।পণ্যের পরিমাণ জানার জন্য বিন কার্ড ব্যবহার করা হয়।সেই কার্ডে স্টোরকিপার একটি ছকে মাল প্রাপ্তি,ইস্যু ও উদ্বৃত্তের পরিমাণ লিখেন।গুদামে পণ্যের অভাব আছে কিনা এবং বাড়তি পণ্য আছে কিনা,তা যাচাই করতে বিনকার্ড সাহায্য করে।বিনকার্ডের মাধ্যমে গুদামে পণ্যের সর্বশেষ মজুদ পণ্যের পরিমাণ সম্পর্কে জানা যায়,তবে মজুদ পণ্যের মোট মূল্য সম্পর্কে জানা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ