forjanullah

Call

নূন সা কিন / তানবীনের পরে যদি বা হরফ আসে তাহলে উক্ত নূন সাকিন /তানবিন কে মিম উচ্চারণ করে পড়তে হবে।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

উচ্চারণ অবশ্যই 'মিম' হবে। কেননা, এটা ইক্বলাবের অন্তর্ভুক্ত। জযমওয়ালা নূনকে নূনে ছাকিন বলে। নূনে ছাকিন ও তানবীন চার প্রকারে পড়া যায়। ১) ইক্বলাব ২) ইদগাম ৩) ইযহার ও ৪) ইখফা। ইক্বলাবের হরফ ১ টি (ب)। নূনে ছাকিন বা তানবীনের পরে ইক্বলাবের হরফ (ب) আসলে ঐ নূনে ছাকিন বা তানবীনকে (م) দ্বারা পরিবর্তন করে গুন্নাহের সাথে পড়তে হয়। যেমনঃ (---مِنْ بَعْدِ---اَلِيمٌ بِمَا) —  ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ