★ ফটো এডিটিং  , ভিডিও এডিটিং মোটামুটি পারি কোন বিষয়টা নিয়ে চ্যানেল খুললে ভালো রেটিং পাওয়া যাবে?? পরামর্শ দিন ।  যদি সম্ভব হয় কিছু ক্যাটাগরি এর তালিকা বলেন আমি চয়েজ করে নিবো.... 
Share with your friends

ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এর উপর ভিডিও তৈরী করে তা ইউটিউবে আপলোড করলে, ততোটা সাক্সেসফুল নাও হতে পারেন। আপনি_ শিক্ষনীয় বিষয়, বিভিন্ন জায়গায় ট্যুর করে সে জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, যে কোন ধরনের নিউজ, মোবাইল আনবক্সিং রিভিউ, শর্ট ফিল্ম, অনলাইনের বিভিন্ন সাইটের টিউটোরিয়াল, ফিলান্সিং টিউটোরিয়াল, অনলাইন জনপ্রিয় গেমগুলো খেলে সেগুলো স্ক্রিন রেকর্ড করে+ধারাভাষ্য সহ দিতে পারেন, ফানি ভিডিও, সেলিব্রেটিদের ইন্টারভিউ, ইত্যাদি বিষয়গুলোর মধ্যে কোন একটি পছন্দ করে নিতে পারেন। উক্ত বিষয়গুলোতে প্রচুর ভিউ আসে। আর প্রচুর ভিউ হলেই কেবল ভাল রেটিং পাওয়া সম্ভব। তবে ভিডিওর গুণগতমান খেয়াল রাখতে হবে

Talk Doctor Online in Bissoy App

আপনি ফানি ভিডিও, এ্যাডিটিং করে সুন্দর একটা টাইটেল দিয়ে ইউটিউবে আপলোড করবেন।প্রতিদিন কমপক্ষে 4টা ভিডিও আপলোড করবেন।টাইটেল দিবেন,না দেখলে পস্তাবেন,১বার দেখলে হাসতে হাসতে পেটের চামরা ব্যাথা।আপনি আপনার বন্ধুদের নিয়ে ফানি ভিডিও করে সুন্দর করে এ্যাডিট করে আপলোড করবেন।এতে আপনার সাবস্ক্রাইবারও বাডবে,কেননা বর্তমানে একদম ছোট থেকে তরুন শ্রেনী পর্যন্ত,অধিকাংশ মানুষই ফানি ভিডিও দেখে।এতেকরে আপনি ভালো রেটিং পাবেন।এছাডা আপনি মগোজ ধোলাই,ভিডিও আপলোড করতে পারেন।যেহেতু আপনি ভিডিও এ্যাডিটিং পারেন,তাই কার্টুনের মাধ্যমে চিত্র দেখাবেন,আর আপনি ধাঁধাঁ জিঙ্গাসা করবেন।

Talk Doctor Online in Bissoy App