আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই... যেটায় শুধু গানের ভিডিও লিরিক্স সহ আপলোড করতে চাই.... যেমন  , কোনো একটি অরিজিনাল গানের উপর যদি এডিট করে লিরিক্স টা দিয়ে দেই... সময়ের সাথে সাথে লিরিক্স আসবে.... এমনটা করলে কি কপিরাইট ধরবে??? মানে পরবর্তিতে কি চ্যানেল এর কোনো প্রবলেম হবে নাতো???? সঠিক পরামর্শ চাই
Share with your friends

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় ইউটিউব কতৃপক্ষ, ইদানীং চ্যানেলগুলোকে ম্যানুয়ালি রিভিউ করছে। তাই যদি চ্যানেলটি মনিটাইজেশন করাতে চান। সেক্ষেত্রে এধরনের এডিটিং করা লিরিক্স গুলো আপলোড করবেন না। এগুলোকে কপিরাইট হিসেবে গণ্য করা হয়। এতে চ্যানেলটি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। নিজের তৈরী যেকোন ধরনের কন্টেন্ট আপলোড করুন যাতে বিন্দু মাত্র কপিরাইট নেই। তাহলেই ইউটিউব মনিটাইজেশন এপ্রোভ করবে। অন্যথায় নয়

Talk Doctor Online in Bissoy App

হ্যা । এটাতে কপিরাইট ধরবে । অন্যের কনটেন্ট আপলোড করলেই সেটা কপিরাইটের মধ্যো গণ্য হবে । সামান্য এডিটে কাজ হবে না । এতে আপনার চ্যানেল ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে ।

Talk Doctor Online in Bissoy App