Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য । আসলে কৃমি নাশক মেডিসিন গুলো জন্মনিয়ন্ত্রন করে না বা এসব মেডিসিন জন্মনিয়ন্ত্রক পিল/মেডিসিন না। 

তবে হ্যা যদি কোণ নারী প্রেগন্যান্ট হয় আর প্রেগন্যান্সি থাকাকালিন সময়ে কৃমি নাশক মেডিসিন সেবনে অনেকেরি ভ্রন নষ্ট হয়ে যায় কিন্তু এই মেডিসিন গর্ভপাতের জন্য উৎপাদিত নয় ।কিন্তু গর্ভবতী নারীদের কৃমি নাশক মেডিসিন ঝুকি পূর্ন ।তার মানে এই না যে মিলনের পর কৃমির ট্যাবলেট খেলে প্রেগ্ন্যান্সি রোধ হবে। 

কাজেই আপনি ওনাকে মিলনের নির্দিষ্ট সময়ের মধ্যেই ইমার্জেন্সি পিল খাওয়ান আসা করি প্রেগন্যান্সি রোধ হবে। আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ