Junait

Call

বাজারে বা অনলাইনে অনেক ক্রিম সাজেশন পেতে 

পারেন,  বিভিন্ন বিজ্ঞাপনেও দেখে থাকবেন হয়তো,

আমি নিজেও অনেক গুলো ক্রিমের নাম জানি যা

কোম্পানি ঠোঁট লাল/গোলাপি করার নাম করে 

বাজারজাতকরণ করেছে, প্রকৃত পক্ষে এমন কোনো

ক্রিম/ওষুধ নেই, তবে কিছু মলম ব্যাবহার করে 

সাময়িক ভাবে বর্ণ পরিবর্তন করা যায় তবে তা

স্থায়ী নয়, ব্যাবহার করা ছেড়ে দিলে পূর্বের মতো

হয়ে যাবে আর মাঝে থেকে অাপনার পার্শ্বপ্রতিক্রিয়া

কাজ করবে ফাও


তাই,  এ ধরনের কিছু ব্যাবহার করা হতে বিরত থাকুন।

Talk Doctor Online in Bissoy App

Call

ঠোটে প্রতিদিন কাচা দুধ ঘুষুন.এতে ঠোটের কালো রং তো চলে যাবেই সেই সাথে ঠোটের রং গোলাপী ধারন করবে.

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

গোলাপের পাপড়ি প্রথমে দুধে ১ ঘন্টা ভিজিয়ে রাখন। তারপর গোলাপের পাপড়ি মধুর সঙ্গে পেস্ট করুন। রাতে ঘুমানোর পেস্ট ঠোঁটে মাখিয়ে রাখুন৷ সকালে উঠে ঠান্ডা দুধ দিয়ে ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহারে ঠোঁট লাল হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App