Jamiar

Call

আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তা বীর্য ছিলো।। আর প্রস্রাবের সাথে বা প্রস্রাবের পর বীর্যস্থলন হলে তা মেহ / ধাতুক্ষয় রোগ বলে বিবেচনা করা হয়। 

আসলে অনৈচ্ছিক বীর্যপাতের নামই হলো ধাতু দুর্বলতা । এ ধরনের সমস্যায় সপ্নাবেশ বা কম উদ্দীপনা ছাড়াই বার বার বীর্যস্থলন হয়। এই যৌবনকালে অস্বাভাবিক উপায়ে শুক্র বা বীর্য ক্ষয় হলে এই সমস্যার সৃষ্টি হতে পারে, ইহার প্রধান কারণ হলো হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন মিলন করা।

তাই আপনি  হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করুন এবং নিয়মিত ঔষধ খাবেন ২-৩ মাস।  তবে ঔষধ খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন:-.

  1. হস্তমৈথুন করবেন না।
  2. ব্যায়াম করবেন। 
  3. পর্নগ্রাফী দেখবেন না।
  4. নতুন কোন শখের দিকে আগ্রহী।
  5. বন্ধুত্ব পূর্ণ সুস্থ সুন্দর সম্পর্ক সৃষ্টি।
  6. কোন পর্নগ্রাফী দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়।
  7. ঢিলাঢালা রাতের পোশাক পড়বেন
  8. দুঃশ্চিন্তা কমাবেন। 
  9. পর্যাপ্ত পরিমানে ঘুম ও বিশ্রাম নেবেন।
  10. নিয়মিত পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাদ্যখাবেন।
  11. আপনার smoking বা alcohol এর অভ্যাস থাকলে তা পরিহার করুন আস্তে আস্তে।
ধন্যবাদ।  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ