এবং আমি যদি সর্বনিম্ন kpbs ও সর্বনিম্ন দুরত্বের ওয়াই ফাই নেই তবে আমাকে মাসিক কত টাকা দিতে হবে?
Share with your friends
Call

সর্বনিম্ন বেশির ভাগ জায়গায় 1 MBPS নেওয়া যায় এবং কিছু কিছু জায়গায় 512 KBPS নেওয়া যায়৷ আর দাম এক এক জায়গায় এক এক রকম। সাধারণত 1 MBPS ৫০০/৬০০ টাকা এবং 512 KBPS ৩০০ টাকার মতো। আর ওয়াইফাই কতটুকু জায়গা পর্যন্ত ব্যবহার করা যাবে সেটা সাধারণত ওয়াইফাই রাউটারের উপর নির্ভর করে।

Talk Doctor Online in Bissoy App
RabbeHasan

Call

আমার জানা মতে সব জায়গায় সর্বোনিম্ন 1 mbps / 1024 kbps wifi লাইন দিয়ে থাকে। আর দূরত্বের বিষয় টি নির্ভর করে Router এর উপর। আপনি যত Range এর Router নিবেন Network ঠিক ততদূর যাবে। আর এর জন্য আপনাকে মাসে 600-1000 tk দাওয়া লাগবে। মাসিক চার্জটি আনুমানিক বল্লাম, করণ ভিন্ন ভিন্ন যায়গাতে চার্জ কম বেশি হতে পারে। তবে 1000 tk এর বেশি না। তবে এর Install খরচ একটু বেশি।

Talk Doctor Online in Bissoy App