40000 tk. কোনটি কিনলে সব থেকে ভালো হবে ।
Share with your friends

যদি বাসায় বসে কাজ করেন তবে অবশ্যই Computer বেটার তবে যদি বিভিন্ন সেমিনারে বা বন্ধু মহলে কিংবা বাইরে কাজ করার প্রয়োজন পরে তবে Laptop নিয়ে নিন।

Talk Doctor Online in Bissoy App
MdRahimKhan

Call

ভিডিও ইডিটিং, অনলাইনে কাজ অথবা বেশিক্ষণ ধরে কাজের জন্য Computer কেনা ভালো হবে। কিন্তু আপনার চাহিদা যদি শুধু গান শোনা অথবা ইন্টারনেট ব্রাউজিং এবং যেখানে সেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে Laptop কিনতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

ভাই Laptop (ল্যাপটপ) আর Computer (কম্পিউটার) নামের মাঝে কোনো পার্থক্য নেই । কম্পিউটার সাধারনত দুই ধরনের : ১। ল্যাপটপ ২। ডেস্কটপ আপনি যেটা শুধু কম্পিউটার বলেছেন ওটা আসলে ডেস্কটপ কম্পিউটার । ল্যাপটপ আর ডেস্কটপ উভয় কম্পিউটার । আশা করি বুঝতে পেরেছেন ।

Talk Doctor Online in Bissoy App