আমি CSE করব এজন্য একটা SONY VAIO ল্যাপটপ কিনতে যাচ্ছি। কোন ধরনের ল্যাপটপ কিনলে বেশি ভালো হবে। এর দাম কেমন?  র্যাম 8gb রম 1TB গ্রাফিক্স কার্ড 2gb এ ধরনের কোনো SONY VAIO ল্যাপটপ থাকলে বলবেন প্লিজ।
Share with your friends

হার্ডডিস্ক 1TB না হলেও বাকি সব ঠিক আছে৷ সে হিসেবে নিম্নোক্ত কনফিগারের ল্যাপটপটি নিতে পারেন৷ এর হার্ডডিস্ক ৭৫০ জিবি৷

sony vaio s series 15"
core i7 3632 QM 2.20 ghz
Operating system: windows 8 64 bit, genuine
Ram: 8gb ddr 3
Hard Disk: 750gb 7200rpm
Graphics: 2 gb NVidia
Screen: 15.4 inch 1920 x 1080 FullHD antiglare
ultraportable High end Laptop PC
Braught From Sony Store America, June 2013.

Talk Doctor Online in Bissoy App
RyanRyan

Call

আপনি যেহেতু ল্যাপটপটা CSE করার জন্যে নিবেন তাই আমার সাজেশন থাকবে আপনি Sony Vaio নিবেন না। কারণ Sony ল্যাপটপগুলো অনেক পুরাতন(2014 সালে সনির ল্যাপটপ তৈরি বন্ধ হয়ে যায়), এখন তার থেকে অনেক উন্নত ল্যাপটপ এসেছে। যে দামে আপনি Sony কিনবেন সেই দামে আপনি তার থেকেও ভালো ল্যাপটপ পাবেন। আপনি বরং আপনার বাজেট অনুযায়ী HP, Dell, Asus, Lenovo ইত্যাদি ল্যাপটপ খুঁজে দেখুন। আর আমার মনে হয় পড়াশোনার জন্য দামের মধ্যে সবচেয়ে ভালোটাই ব্যবহার করা উচিত।


Talk Doctor Online in Bissoy App