প্রথম কথা হলো দাড়ি রাখা ওয়াজিব বিধান; জায়েয নয়। দ্বিতীয়ত ইসলামী শরীয়তে  গোঁফকে ছাটতে ও কাটতে বলা হয়েছে। তাই একথা নির্দিধায় বলা যায় যে, এটি শরীয়তের বিধান এবং এভাবেই আমাদের করতে সৃষ্টিকর্তা  নির্দেশ দিয়েছেন। -সহীহ বুখারী হা. নং ৫৮৮৮; সহীহ মুসলিম: হা. নং ২৫৭; সুনানে তিরমিযী: হা. নং ২৭৫৬; সুনানুন নাসাঈ: হা. নং ৫০৬১ ইত্যাদি।

أخبرنا عمرو بن علي قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان قال حدثنا عبد الرحمن بن أبي علقمة قال سمعت ابن عمر يقول قال رسول الله صلى الله عليه وسلم أعفوا اللحى وأحفوا الشوارب. -  سنن النسائي (5061)

عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من الفطرة قص الشارب. - صحيح البخاري (متفق عليه)


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ