শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

ছায়া সৃষ্টি আলোর ব্যতিচার। আমরা জানি আলো সরল রেখায় চলে। বাধা পেলে বাধাপ্রাপ্ত হয়ে অপর পাশে যায়না। এই থিউরি অনুযায়ী আপনি যখন রৌদ্রে দাড়ান তখন মাটিতে আপনার যে ছায়াটি পড়ে তা আলো না থাকার মত কালো নয়। প্রকৃতপেক্ষে ছায়াও পরিষ্কার,  ছায়ার ভেতর ও দেখা যায়। শুধু মাত্র আলোক রশ্মি থাকেনা।  সূর্য ডোবার পরও দিনের পরিষ্কার দিন থাকে। কালো আধাত আসেনা। এগুলো আলোর ব্যতিচারের জন্য হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ