অনেক আগে নবিদের সময় মানুষ প্রায় ৩০০ বছর ও বেঁচেছে। আর এখন, ৯০ বছরের বৃদ্ধ বা বৃদ্ধাদের ও দেখা যায় না। কারন কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
RjRatul

Call

বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ (প্রায়) বছর। কিন্তু এর হার পূর্বে বেশী ছিল। এই তারতম্য হয় মূলত জন্মহার,মৃত্যুহার এর কারনে। তাছারা এদেশের আবহাওয়া,জলবায়ু ও এর অন্তর্ভুক্ত । তাছাড়া এর আরো একটি মূল কারন হলো এদেশের মানুষের গ্রহনকৃত খাদ্য। (সূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি- বাংলাদেশের জনসংখ্যা ; ৭ম শ্রেণী)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামের কথা বা হাদিস অনুসারে রাসুল (সা:) এর উম্মতেরা সবচেয়ে কম হায়াত পাবে,, যে কারনে বর্তমানে মানুষ কম হায়াত পায়। এছাড়া ও কিছু কারন আছে, , তার মধ্যে প্রধানা কারন হল কৃতিম পন্য যার মধ্যে নাম্বার ওয়ান হল ফরমালিন। ধুমপান,, ,তামাক,,, মদ,,,গাজা,, ,ইয়াবা,, ,সহ সকল মাদকদ্রব্য,, গ্রীনহাউস এফেক্ট, শারীরিক পরিশ্রম  না করা,,ইত্যাদি, , ,কারনে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ