যদি সচিব অথবা সরকারি অফিসার পর্যায়ে কারো কোনো পরিচিত মানুষ থাকে, তার সুপারিশে সরকার/প্রাইভেট ব্যাংকে সারকুলার ছাড়া কি চাকরি হয়?এর উওর আশা করছি।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সার্কুলার না দিলে কী কোন ভাবে চাকুরী হয়...!?? এটা একটা সাধারণ প্রশ্ন। উত্তর না কোন ব্যাংক এ সার্কুলার দিলে চাকুরী হয় না। প্রতিটা প্রতিষ্ঠান এর নিয়মকানুন আছে। সার্কুলার না দিলে কোন ভাবেই চাকুরী হবে না যেই সুপারিশ করুক না কেন। যদি সার্কুলার দেয় এবং বড় কোন পদ এ আছেন তিনি আপনার হয়ে সুপারিশ করেন তাহলে চাকুরী হবে কিন্ত সার্কুলার না দিলে চাকুরী হবে না। যদি না সেই ব্যাংকের কর্তকর্তাকে অতিরিক্ত চাপে ফেলা না হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ