Share with your friends
Call

এটা গ্রামীনফোনের call divert ক্যানসেল/cancell কোড। যে কোন ধরনের কল ডাইভার্ট করা থাকলে এই কোড ডায়েল করলে ডাইভার্ট ক্যানসেল হয়ে যায়। আর এ জন্যই Setting Cancelled লেখা আসে।

Talk Doctor Online in Bissoy App

ফোন কল অফ রাখতে ডায়াল করুন **21*019# এতে আপনার ফোনে কারো কোনো কল আসবে না, কিন্তু আপনি চাইলে যে কাউকে কল করতে পারবেন, তবে মেসেজ আসবে। আবার ফোন কল অন করতে ডায়াল করুন ##002# এতে আগের মতোই কল আসবে, যাবে। অর্থাৎ **২১*০১৯# ডায়াল করে Call Forwarding চালু করা হয় আর ##00২# ডায়াল করে তা Cancel করা হয়। ##002# ডায়াল করলে Setting Cancelled লেখা আসে কেনো, আশা করি তা বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App