আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে পড়তে চাচ্ছি। কিন্তু আমাদের এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে bsc বা bba কোর্স চালু নাই। শুধু আছে ba/bss । তাই, জানতে চাই, ba ও bss এর মধ্যে কোন কোর্সের মান ভালো?
Share with your friends
Call

ba টা কলা অনুষদের বিষয়গুলো পড়ানো হয়। আর bss এটা সামাজিক বিজ্ঞানের বিষয়।এই কোর্সে সবাই ভর্তি হতে পারে।উদাহরণ :ba= বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস। bss=অর্থনীতি, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম


সুতাারং bss ভালো হবে 
Talk Doctor Online in Bissoy App