Waruf

Call

এই প্রশ্নের উত্তর সম্ভব বলে মনে হয়না, যে যতই অনলাইন খুজে বা বইপত্র খুজে বলুক না কেন তা পুর্ণ রুপে সঠিক হবেনা কারন ইলেক্ট্রনের গতি সার্কিট দ্বারা বাড়ানো যায়। গতি নির্ভর করে ইলেক্ট্রন ভোল্টের উপর। তবে সাধারন বিদ্যুতের গতি আলোর এক পার্সেন্ট, এবং একে আলোর ৫০ থেকে ৯৯% বাড়ানো যায়। নির্দিষ্ট মান বলা না গেলেও আলোর ৯৯% নির্দিষ্ট করা যায়। কারন ইলেক্ট্রনের গতি থেকেই আলোর উৎপত্তি হয় তাই অবশ্যই এটি আলোর কাছাকাছি বেগের।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ