আমার ক্রিকেট খেলতে ভাল লাগে কিনতু বাসা থেকে ব্যবস্যা করতে বলে, আমার ব্যবস্যা করতে ভাল লাগে না মন ই বসে না, আমার বয়স ২১, আমি ডিপ্রেশনে আছি কি করা উচিত আমার ?
শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই স্বপ্নের চেয়ে বাস্তবতাকে বেশি মূল্য দিন। অনেকে হয়তো বলবে আপনার যা ইচ্ছা,মন থেকে করতে ভালোবাসেন, সেটাই করেন। কিন্তু স্বপ্নের সাথে বাস্তবতার মিল থাকা আবশ্যক। বড়জোর ২০০-৩০০ জন জীবিকা নির্বাহ করে ক্রিকেট খেলে। কয়জন প্রোফেশনাল হয়? বাকীরা টাইম পাস করতে কিংবা ফ্রি টাইমে ক্রিকেট খেলে।  আপনাকে বাকী জীবনের পথটুকু ও আগামী দিনের কথা ভেবে জীবীকার পথ তো খুজতেই হবে। ত্রিকেটকে ফ্রি হয়ে অতিরিক্ত সময়ে সময় দিন। আপনি যদি পরিবারের বোঝা হতে চান না তাহলে অবশ্যই এখন থেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিন। দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, ক্রিকেটটাও চালিয়ে যান। তবে সপ্তাহে একদিন-দু'দিন।  আপনি ভেবে দেখুন কি করবেন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ