লিখিত সালাম এর উত্তর কেমন হবে বাংলাতে



আমি এই রকম ভাবে সালাম এর উত্তর লিখিত ভাবে দিয়ে থাকিঃ ওয়ালাইকুমুস সালাম।

এবং সালাম দিয় লিখিত ভাবে এই রকমঃ আসসালামু আলাইকুম



আমি জানতে চাই আমার লিখিত ভাবে সালাম দেওয়া ও সালাম এর উত্তর দেওয়া তে কোন ভুল আছে.......!???



যদি ভুল থাকে তাহলে সঠিক টা দয়া করে জানাবেন।

শেয়ার করুন বন্ধুর সাথে

আমিও এভাবেই দেই। এবং আমার কাছে এটাই ঠিক মনে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি সালামের উত্তর লেখেন এভাবে- "ওয়ালাইকুমুস সালাম"৷
সঠিক হলো, "ওয়া আলাইকুমুস সালাম"।
আর সালাম দেন এভাবে, "আসসালামু আলাইকুম"৷
এটা সঠিক৷
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ