প্রচলিত কিছু জাল হাদীস:

১. জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও।

২. আল্লাহ মহান মোট আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন।

৩. স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।

৪. যে ব্যক্তি মসজিদ থেকে একটি চুল সরিয়ে দিল সে যেন একটি মৃত গাধা ফেলে দিল।

৫. মুহূর্তকালের ধ্যানমগ্নতা ষাট বছর ইবাদত অপেক্ষা উত্তম।

৬. শবে বরাতে হালুয়া-রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে।

৭.  জ্ঞান-সাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান। 

৮. রাসূলের (সা.) জুতায় আরশ ধন্য হয়েছে- এটি হাদিস নয়। 

 

আর এক টাকা সুদ খেলে ৭০ বার মায়ের সাথে যিনা করার শামিল, কথাটি কি সহীহ না। বরং  এসম্পর্কীয় সহীহ হাদীসটি হলো-  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ সুদ হল সত্তর প্রকার পাপের সমষ্টি । তার মাঝে সবচেয়ে নিম্নতম হল-আপন মায়ের সাথে ব্যভিচার করা (সুনানে ইবনে মাজাহ: হা. ২২৪৭) । এবং আল্লামা ফুআদ আব্দুল বাকী হাদীসটিকে সহীহ বলেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সুদ খাওয়ায় মায়ের সাথে যিনা করার শামিল প্রসঙ্গে সুনানে ইবনে মাজাহ গ্রন্থে একটি হাদিস পাওয়া যায়। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ তথা যিনা করা। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ২২৭৪ হাদিসের মানঃ হাসান সহিহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ