আমি  SSC পরীক্ষা দিয়েছি ২০১৫ সালে।২০১৫ তেই HSC 1st year এ ভর্তি হই,2nd year এ ওঠার পর কোন কারনে আমি test পরীক্ষা দিতে পারিনি,formfilup ও করতে পারিনি তাই ২০১৭ সালে HSC পরীক্ষাও দিতে পারিনি,এইবার ২০১৮ তে HSC পরীক্ষা দিয়েছি,কিন্তু ১ টা বিষয়ে ফেইল এসেছে। ২০১৯ সালে আমি সেই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করলে কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে পারব?নাকি পারবনা?দয়া করেএকটু বিস্তারিত জানাবেন 
Share with your friends

ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,নোয়াখালী বিজ্ঞানন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

দুঃখিত!  আপনি ( সরকারি)  পাবলিক এবং জাতীয়  কোনো বিশ্ববিদ্যালয়ে অনার্সে আবেদন করতে পারবেন না। তবে, জাতীয়তে ডিগ্রিতে আবেদন করতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App