মাসিক চলাকালিন অবস্তাতে খুব পেটে ব্যাথা হচ্ছে এমন অবস্তায় কি করবো।  
শেয়ার করুন বন্ধুর সাথে

Tab - Algin 1 + 1 + 1 ( সকাল, দুপুর, রাত) এই নিয়মে দুই তিন দিন খেতে পারেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আসলে মাসিকের সময় পেট ব্যথা করে তলপেটে ইনফেকশন হলে তবে এই সমস্যার জন্য আপনি কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে হবে। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে হবে যখন ব্যথা হয়। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে।  আর বেশী পানি খাবেন, এতে রক্ত জমাট না বেধে সাধারন প্রক্রিয়ায় বের হবে । ভি‍ত‍রে আগুল দিয়ে পরিস্কার করবেন না , পরিস্কার প্যাড ও কাপড় ব্যবহার করবেন ,  

যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে ডাক্তার এর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।
ধন্যবাদ ।।।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ