Call

আরবী ভাষায় ১টি অক্ষর পড়লে ১০ নেকি পাওয়া যায়না। বরং কুরআন শরীফের ১টি অক্ষর পাঠ করলে তার বিনিময় ১০ নেকি পাওয়া যায়। সুতরাং, যে ব্যক্তি কুরআন শরীফের ১টি অক্ষর উচ্চারণ করবে,তার আমল নামায় ১০টি করে নেকি হাছিল হবে। হোক সে আরবদেশী কিংবা নরআরবদেশী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিজেদের প্রয়জিনিয় ভাষা  আর আল্লাহর কোআনের ভাষা এক নয়  যদিও দুইটাই আরবী   তাই ভাষার ক্ষেত্রে কেন হবে  কোরআনের ক্ষেত্রে হবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পবিত্র কুরআন পড়ার ফযীলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর কিতাব তথা কুরআন মাজীদ এর একটি বর্ণ পাঠ করবে, তার একটি নেকী হবে। আর একটি নেকী দশটি নেকীর সমান হয়। আমি বলছি না যে, আলিফ-লাম-মীম একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, এবং মীম একটি বর্ণ। অর্থাৎ তিনটি বর্ণ দ্বারা গঠিত আলিফ-লাম-মীম, যার নেকীর সংখ্যা হবে ত্রিশ। (তিরমিযীঃ ২৯১০, রিয়াযুস স্বা-লিহীনঃ ১০০৬ হাদিসের মানঃ হাসান সহিহ) এই নেকি মাতৃভাষার জন্য প্রযোজ্য নয়। কেননা, আমাদের ভাষা বাংলা আমরা বাংলায় কথা বলি। একেক দেশের একেক রকম ভাষা, তাই এই সওয়াব থেকে-কি তারা বঞ্চিত হচ্ছেনা? তবে বিষয়টি এমন নয় ইহা শুধু কোরআন বা আল্লাহ তায়ালার বানী ব্যতীত যে আরবী মানুষের ভাষা হিসাবে ব্যবহার হয় সেই আরবী ভাষার জন্য নেকি হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ