আমি কথায় গোলমেল পেলেই খুব চেচিয়ে রেগেমেগে কথা বলি সবসময় এমনটা হয়। এরফলে আমাকে অনেকেই ঘৃণা করছে খেয়াল করলাম। বেশি করে মায়ের সাথে কথা বলার সময় একটু বেশি রেগে যাই প্রায়সময়। এর থেকে মুক্তি পাব কিভাবে?  
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার বয়স অনেক কম তাছাড়া আপনার ধৈর্য্যও অনেক কম তাই এমন হয়। আপনি ধৈর্য্য ও ঠান্ডা থাকার চেষ্টা করুন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সবার আগে আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আর তার পর আপনাকে চিন্তা করতে হবে যে আমি আর রাগ দেখাবো না। এতে করে হয়তবা আপনি সব ছারতে পারবেন না কিন্তু আপনি প্রাথমিক ভাবে অনেক টাই মুক্তি পাবেন।আর সব সময় নিজেকে একটু ঠান্ডা রাখার চেস্টা করবেন। MRI.RK420

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কম কথা বলার চেষ্টা করবেন আর মুখে সবসময় হাসি রাখবেন,, যিখন মন ভাল থাকে তখন সবার সাথে আরো সুন্দর করে কথা বলুন। । হাত মুখ এগুলু ত আপনারই এগুলু যদি না চালান তাহলে কি এরা এমনেতে চলতে পারবে?    , আসল উপদেশ কথা কম বলা,,, ,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ