সময়

Call

আপনি যদি এন্টিভাইরাস ব্যবহার না করে থাকেন তবে হয়ত আপনি ভাইরাস আক্রমণের শিকার। আবার এমনও হয় অনেক সময় যে অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল দিয়ে পিসি স্লো হয়ে যায়। আপনি সি ড্রাইভ থেকে প্রয়োজনীয় ফাইল সরিয়ে নিয়ে ফরম্যাট দিন এবং এন্টিভাইরাস লোড দিয়ে নিন। আশাকরি সমস্যা থাকবেনা। আপনার দ্রুতগতিময় পিসি কামনা করছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কম্পিউটার এমনিতেও স্লো হতে পারে, মাদারবোর্ডেরই সমস্যা তা ভাবার কারণ নেই। কম্পিউটার স্লো হবার সম্ভাব্য কারণ-

  • অতিরিক্ত জাঙ্ক ফাইল
  • ফুল হওয়া রিসাইকেল বিন
  • অ্যান্টিভাইরাস না থাকা
  • ক্রাক ফাইলের ব্যবহার
  • অল্প র‍্যামে মাল্টিটাস্কিং
  • অতিরিক্ত নেট ব্যবহার

 স্লোনেস কমাতে-

  • টেম্পরারি ফাইলগুলি সব ডিলিট করে দিন।
  • ক্রাক ফাইল ব্যবহার থেকে বিরত থাকুন। 
  • নিয়মিত উন্নতমানের অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন। 
  • রিসাইকেল বিন সবসময় ক্লিয়ার রাখুন। 
  • ব্রাউজারগুলো থেকে বেশি কুকিজ ক্লিয়ার করে ফেলুন। 
  • ডেস্কটপে কোনো মেইন ফোল্ডার রাখবেন না। 
  • র‍্যামের ধারণক্ষমতা অনুসারে ব্যবহার করুন।
  • অতিরিক্ত নেট ব্যবহার পরিহার করুন। 
এরপরও যদি কম্পিউটার স্লো থেকে থাকে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ কাউকে দেখিয়ে নিতে পারেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ