একজন ব্যাক্তি যখন ঘুমে বিভুর থাকে,, তখন অনেক স্বপ্ন দেখে। এই স্বপ্ন গুলো মূলত কে দেখায়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্বপ্ন তিন প্রকারঃ (১) সত্য স্বপ্ন। (২) বান্দার মনের চিন্ত-ভাবনা। যা চিন্তা করে তাই স্বপ্নে দেখে। (৩) শয়তানের পক্ষ হতে ভীতি প্রদর্শনমূলক কিছু। স্বপ্ন আল্লাহ তায়ালা, শয়তান এর পক্ষ থেকে এবং মনের চিন্ত-ভাবনা থেকেই হয়। এক্ষেত্রে বলা যায় সত্য স্বপ্ন আল্লাহ তায়ালার পক্ষ থেকে হয়। এবং অপছন্দনীয় স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ