ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কারণে আমি এক শিয়া ব্যক্তির কাছ থেকে চিকিৎসা নিচ্ছি।উনি একটা তাবিজ দিয়েছেন।আমি জেনেছি যে আল্লাহর কালাম যুক্ত তাবিজ ধারণ করা জায়েয।এখন আমার প্রশ্ন হলো শিয়া ব্যক্তির দেয়া তাবিজ পড়া জায়েয হবে কি না।
শেয়ার করুন বন্ধুর সাথে
সময়

Call

তাবিজে যে আল্লাহর কালাম রয়েছে তা আপনি নিশ্চিত কেমন করে? আপনি হয়তো জানেন যে একবার দশজন মানুষ এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। তিনি নয় জনের বায়াত নিলেন একজনের নিলেন না কারন তার তাবিজ ছিল। এই কথা শুনে লোকটি সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলে এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বায়াত গ্রহণ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শিয়া সম্প্রদায় কাফের। সুতরাং প্রদত্ত তাবীজে তারা ব্যবহার করেছে তা জানা যেহুতু আপনার জানা নাই। তাই তাদের দেওয়া তাবীজে কুফুরী কিছু নেই এই বিষয়টি নিশ্চিত হওয়ার আগপর্যন্ত তা  আপনার জন্য ব্যবহার করা বৈধ হবে না । হাদীসে এসেছে-

عن النعمان بن بشير قال سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ( وأهوى النعمان بإصبعيه إلى أذنيه ) ( إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه إلا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب )


সহীহ মুসলিম: হাদীস নং ১৫৯৯
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ