বিশেষ দ্রষ্টব্যঃ তথ্যসূত্র দিবেন।
Share with your friends
Call

যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপক-ই ডেটা গ্রহণ করতে পারে তাকে ইউনিকাস্ট মোড (Unicast Mode) বলা হয়। তথ্যসূত্রঃ"তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৃষ্ঠা নং ৭৪ লেখকঃ মোঃ নাইমুল হক নাঈম "

Talk Doctor Online in Bissoy App

যে পদ্ধতিতে একজন মাত্র প্রেরক ও একজন মাত্র গ্রাহক থাকে আর শুধুমাত্র প্রেরক ডাটা প্রেরণ করতে পারে ও গ্রাহক শুধুমাত্র ডাটা গ্রহণ করতে পারে,তাকে ইউনিকাস্ট মোড বলে।যেমন:ফ্যাক্স,খেলনা ওয়াকিটকি,Single SMS ও আরো অনেক কিছু। তথ্যসূত্র:একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,ফরহাদ মনজুর(নটরডেম কলেজ)

Talk Doctor Online in Bissoy App