শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কন্যা বা ম‌েয়‌ে শ‌িশু ক‌ে জননী শ‌িশু বলা  হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই পৃথিবীকে জননী এবং এই পৃথিবীর মানুষকে জননীর শিশু বলা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণভাবে মা ও তার শিশু সন্তানকে বোঝায় । তবে যেহেতু "বাংলা সাহিত্য ও সংস্কৃতি" বিভাগে জিজ্ঞাসা করেছেন সেহেতু জননী বলতে দেশ/জন্মভূমি ও শিশু বলতে তার অধিবাসী কিংবা বসবাসকারীদের বোঝায় । কেননা দেশকে/জন্মভূমিকে আমরা মাতৃভূমি ও দেশমাতা বলে থাকি । বিভিন্ন কবিতাতেও দেশকে মা বলে আখ্যায়িত করা হয়েছে । যেমন মাইকেল মধুসূদন দত্তের "বঙ্গভূমির প্রতি" কবিতায় । তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরেরে "দুই বিঘা জমি" কাহিনী কবিতায়, "দৈন্যের দায়ে বেচিব সে মায়ে" , "সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রমাতা" , "এই কী জননী তুমি !" ইত্যাদি লাইনও তার উদাহরণ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ