শেয়ার করুন বন্ধুর সাথে

ক্ষারক: ধাতুর অক্সাইড এবং হাইড্রোঅক্সাইডক যা এসিডের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে।যেমন;CaO,KOH,Na2O,CuO,FeO ইত্যাদি হলো ক্ষারকের উদাহরন।ক্ষারক এসিডকে প্রশমিত করে। ক্ষার:ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক যা পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়।ক্ষার হতে হলে 1=যৌগটিতে হাইড্রোঅক্সাইড যৌগমুলক থাকতে হবে।আর 2=ঐ যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে।যেমন;NaOH একটি ক্ষার।ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ