শেয়ার করুন বন্ধুর সাথে

যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য: ১.বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর অসমান। ২.বিষমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য একক হলে, পরিসীমা একক। ৩.বিষমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য একক, অর্ধ-পরিসীমা একক এবং ক্ষেত্রফল A বর্গ একক হলে, বর্গ একক। ৪.বিষমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর অসমান। ৫.ত্রিভুজের এর সমদ্বিখণ্ডক বাহুকে বিন্দুতে এবং পরিবৃত্তকে বিন্দুতে ছেদ করলে . বিষমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুকে ভরকেন্দ্র (centroid) বলে। ৬.বিষমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র থেকে বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্ব তিনটির দৈর্ঘ্য পরস্পর অসমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Arman

Call

বিষমবাহু ত্রিভুজ:::: যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বৈশিষ্ট ==== 1.তিনটি বাহু সমান নয়। 2.তিনটি কোনও অসমান হয়। 3.তবে তিনকোনের সমষ্টি 180° 4.শীর্ষ বিন্দু তিনটি অসমান দুরত্বে থাকে। 5.পরিধি ও ক্ষেএফলের সূত্র ত্রিভুজ এর সূত্র সমর্থন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ