শেয়ার করুন বন্ধুর সাথে

চোখের অল্প নিচে চোয়ালের উপরের দাড়ি উপড়ানো বা কাটা জায়েয আছে৷ কারণ দাড়ি বলা হয় কানের পাশ দিয়ে কলির সোজা থুতনি পর্যন্ত যে হাড় রয়েছে তার উপরেে উত্থিত চুলকে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গালের দাড়ি তুললে গুনাহ হয়। কেননা রাছূল (সঃ) দাড়িকে কষ্ট দেওয়া পছন্দ করতেন না।দাড়ি রাখা রাসূল (সঃ) এর সুন্নাত। তাই দাড়িকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবেনা। তথ্য-(ফতোয়ায়ে আলমগিরী,পৃষ্ঠা নং ৩২৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামী পরিভাষা অনুযায়ী দাড়ি বলা হয় চোয়ালেন নিচের হাড্ডি রয়েছে তার উপরে গজান চুলকে। এ দৃষ্টিকোণ থেকে গালের উপর উঠা পশম দাড়ির অংশ না। তাই তা কাটা যাবে। -আনি নিহায়া ফী গরীবিল আসার: ৩/৮৬                                                                                                             اللحية ما ينبت على عرض اللحي فوق الذقن                                                                       ( النهاية في غريب الأثر - (3 / 89  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ