আমি আমার বউ কে গত মাসের ১৩ তারিখ No rix খাওয়াই, ততপর তার ২৮ তারিখ মাসিক হয় নিয়মিত ভাবে। আর এই মাসের ১০ তারিখ No rix খাওয়ার ৩/৪ ঘন্টা পর পেট ব্যাথা করছে, প্রসাবের সাথে পোটা পোটা রক্ত যাচ্ছে। সাথে মাজা ব্যাথা করছে। এখন আমি কি করতে পারি? ? দয়া করে জানাবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার দেওয়া উপরোক্ত লক্ষন গুলো হলো এই নোরিক্স পিল এর পার্শ্বপ্রতিক্রয়া ,প্লিজ আর এই পিল সেবন করাবেন না।।  ইমার্জেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে রাখুন

   যেমন:- যাদের নিয়মিত মাসিক তাদের মাসিক অনিয়মিত করে। সেইসাথে কারো ক্ষেত্রে বমিভাব ,পেটে ব্যথা ,মাথা ব্যথা,মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, পেটে মোচড় দেওয়া, মাসিকে অনিয়ম, স্তন অস্বস্তি, মাসিকে অধিক রক্তক্ষরন, দুর্বল লাগা, কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে দেখা দেয়না।

তাই উপরোক্ত পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা দিলে গাইনি ডাক্তার এর কাছে চিকিৎসা নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ