আমার বয়স ১৮ বছর।আমি একজন ছেল।গত ২০১৩ সালের শেষের দিক থেকে আমার বাম স্তনে হাল্কা চাকার মতো হয়।যা এখন পর্যন্ত বলবৎ রয়েছে।আমি এ পর্যন্ত ২জন মেডিসিন,২জন সার্জন ও ১জন হোমিও ডাক্তারকে দেখিয়েছি সকলেই বলেছে বয়ঃসন্ধিজনিত সমস্যা কোন প্রবলেম নাই।এমনিই ঠিক হয়ে যাবে।কিন্তু এখনো পর্যন্ত কোন প্রকার আকৃতিগত পরিবর্তন না হয়ে বরং আমার কাছে আরো একটু বড় বড় লাগায় গত ২০দিন আগে আরেকটা হাসপাতালের সার্জারি ডাক্তারকে দেখাই তিনি ৩টা হরমোন টেস্ট দেন।যার মধ্যে #Prolactin নামক একটা হরমোনের উপস্থিতি আমার শরিরে বেশী দেখা যায় যা স্বাভাবিক থেকে ৬% বেশী।তারপর ডাক্তার আমার এই রিপোর্টটা দেখে ওই একই মন্তব্য করেন।আর বলেন যদি ২২বছরের মধ্যে না সারে তবে অপারেশন করতে হবে।

----------------

এখন আমি কি করব..??

আমি কি নিরাপদে থাকবো না অন্য ডাক্তার দেখাবো?

২২বছর পর্যন্ত অপেক্ষা করব..??

নাকি কোন হোমিও চিকিৎসা নিবো..??image


শেয়ার করুন বন্ধুর সাথে