আমি HSC তে A+ পেতে চাই তো আমাকে দিনে কত ঘন্টা পড়াশুনা করতে হবে?
Share with your friends
Porimolray

Call

কত ঘন্টা নয় আপনার যদি মনে হয় আমার প্রত্যেক বিষয়ে A 2 Z পড়া মুখস্থ/আয়ত্বে আছে। অথাৎ যেকোন সময় যেকোন প্রশ্নের উত্তরে আটকাবেন না তখন আপনি ফিট। আর যদি সময়ের কথা বলেন তবে রাতে তো পড়তেই হবে আর দিনে ৭/৮ ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলেই আপনি একজন আদর্শ ছাত্রের গুনাবলী অর্জন করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

এইচএসসিতে এ+ পাওয়া কত ঘন্টা পড়েছেন তার উপর নির্ভর করে না ভাই।অনেকে আছেন দিনে ২ ঘন্টা পড়ে পরীক্ষায় এ+ পেয়েছে আর অনেকে ১০ ঘন্টা পড়েও এ+ পাইনি।আপনি বরং ঘন্টা হিসেব না করে টপিক কয়টা শেষ হয়েছে তার উপর লক্ষ রাখুন।আর মনোযোগ দিয়ে নির্দিষ্ট টপিকটি পড়ুন।

Talk Doctor Online in Bissoy App