চোখে রাখো চোখ, কিছু কথা হোক। হাতে রাখো হাত, সারা দিন-রাত। শুনবো-দেখবো তোমায়। ক্রান্তির এ লগনে, দেখা হলো দুজনে। চলো না পৃথিবী সাজাই? ও প্রিয়, আমি তোমার হতে চাই! (নব দম্পতির ভালোবাসা) এখানে 'ক্রান্তির এ লগনে' দ্বারা কী বুঝানো হয়েছে?
শেয়ার করুন বন্ধুর সাথে

ক্রান্তি শব্দ অর্থ=পরিবর্তন ,লগন শব্দ অর্থ=লগ্ন বা সময়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে প্রান্তিক, শেষ সীমানা, প্রায় সময়ের শেষ প্রান্তে, যায় যায় মুহুর্ত। লগ্ন এর অর্থ নির্ধারিত সময়। উপুযুক্ত সময়। আকাঙ্খিত সময়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ