একটাই বিষয় তাই প্রশ্নগুলো একসাথে করলাম। ভালোভাবে সব উত্তর দিবেন??
Share with your friends
Jamiar

Call

স্কিটো সিম অন্যন্য সিমের মতই যা গ্রামিনফোন(জিপি) সিমের সাথে সম্পর্কযুক্ত নেটওয়ার্ক। তবে এটির সুযোগ সুবিধা গুলো জিপি সিমের চেয়ে আলাদা, যেমন ১ সেকেন্ড পলস কলরেট আনলিমিটেট। এছাড়াও কম দামে এম্বি পাওয়া যায়। এর নেটওয়ার্ক বর্তমানে ৪জি রয়েছে। আর ইন্টারনেট এম্বি ক্রয় সহ সিমের জাবতীয় সুযোগ সুবিধা গুলো স্কিটো এপ্স এ পাওয়া যায়।

এই সিমে বিকাশ *২৪৭# দিয়ে ও বিকাশ এপ্স এর মাধ্যে সহজেই রিচার্জ করা যায়।

এর দাম ১০০ থেকে ৭০০+ পর্যন্ত, যার কাছে যেমন দাম নেয়,এটি ব্যক্তিগত মালিকানাধিনে মতই যার কারনে এর নির্দিষ্ট কোন দাম নাই।যে যার কাছে যত নেয় ততই।তবে কোন মেলাতে বসলে বা স্কিটো সিমের মেলা বসালে নির্দিষ্ট দাম ফিক্সড করে দেয় ঐ দামে ক্রয় করতে হয় যা অন্যান্য সময়ের দামের চেয়ে খুবেই কম দেয়।


আপনার লাব ২ টা,,


১ সেকেন্ড পলস যা আনলিমিটেট ও ৬০ পয়সা প্রতিসেকেন্ড।

কম দামে এম্বি পাওয়া যায়, যেমন ২ টাকায় ৫০ এম্বি পাওয়া যায় আর এই বান্ডিল থেকে শুরু।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App