কাজী অফিস থেকে বিয়ে করলে কত টাকা লাগে, কয়জন সাক্ষী লাগে,সাথে কি কি কাগজপত্র নিতে হয়  ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Kingofkings

Call

কাজী অফিসে বিয়ে করতে হলে বর এবং কনেকে বয়স প্রমান করতে হয় সবার আগে, ছেলে ২১ মেয়ে ১৮, এক্ষেত্রে দুজনের জাতিয় পরিচয়পত্রের ফটোকপি দিলেই হবে। এরপর লাগবে দুইজনেরই দুইকপি করে মোট চারকপি পাসপোর্ট সাইজের ছবি, আর দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষী, এগুলা হলেই কাজি সাহেব আপনাকে বিয়ে পড়িয়ে দিবেন এবং রেজিস্ট্রি করে দিবেন। সাক্ষী পাওয়া না গেলে কাজীকে অনুরোধ করতে পারেন জোগার করে দিতে। খরচ ১. বিয়ে পড়ানোর জন্য কাজীকে ৫০০ টাকা বা তারও বেশি দিতে পারেন খুশি হয়ে, কম দিলেও সমস্যা নাই। ২. সাক্ষী যদি আপনি না পান, তো কাজী যদি যোগাড় করে দেয় তো দুইজন সাক্ষীর জন্য ২০০ টাকা বা তারও বেশি মানে আপনি খুশি হয়ে যা দিবেন তাই। ৩. দেনমোহরের জন্য প্রতি হাজারে কাজীকে ১০ টাকা হারে অতিরিক্ত টাকা দিতে হবে। যেমন, আপনার দেনমোহোর যদি ৫০,০০০ টাকা হয় তো কাজীকে ৫০০ - 600 টাকা দিতে হবে। এখানে কম বেশি চলবে না। ৪. বিয়ে পড়ানো হয়ে গেলে কাজীকে আরও অতিরিক্ত ৫০০ টাকা (খুশি হয়ে, কম দিলেও চলবে) দিয়ে কাজীকে তখনি অনুরোধ করবেন কাবিননামার কপি দেয়ার জন্য, উনি দিয়ে দিবেন। যেহেতু কাজী অফিসে বিয়ে করতে যাচ্ছেন সেহেতু উপরক্ত কাজগুলা হওয়ার পর, কাবিন কপি নিয়ে একজন সরকারি রেজিঃ উকিলের কাছে যাবেন। মানে কোর্ট ম্যারেজ (যদিও কোর্টে কারোও বিয়ে হয়না, এটা জাস্ট হলফনামা) করতে যাবেন। এখানেও কিছু টাকা দিতে হবে ২০০ টাকা সর্বনিম্ন মানে স্টাম্প খরচ, আর খুশি হয়ে উকিলকে যা দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ