আমার symphony v75 এ ভিডিও দেখছিলাম হঠাৎ ডিসপ্লে এর উপর সাদা সাদা দাগ দেখাচ্ছে এখন কি করব।
Share with your friends

করণীয় হিসাবেঃ যদি ওয়ারেন্টি থাকে তাহলে অবশ্যই কাস্টমার কেয়ারে পাঠাবেন । আর ওয়ারেন্টি না থাকলে ভালো কোন সার্ভিসিং এর দোকানে নিয়ে যান । যারা মোবাইল বিষয়ে ভালো জানে তাদের কাউকে নিয়ে যেতে পারেন । এতে সার্ভিসিং এর দোকানের লোক ঠঁকাতে পারবে না ।

Talk Doctor Online in Bissoy App