Waruf

Call

বাচ্চা জন্ম গ্রহন করার প্রক্রিয়া বেশ জটিল। বাচ্চা জন্মানোর সময় হলে মায়ের শরীরে রিলাক্সেশন নামক এক প্রকার হরমোন ক্ষরন শুরু করে। এই হরমোনের প্রভাবে মায়ের শরীরের সকল অস্থিসন্ধি গুলো ঢিলা ঢালা হতে শুরু করে, বিশেষ অংগে এটি বেশি ঘটে। এবং এই হরমোনের ক্রিয়ায় শাল দুধ তৈরি হরমোন উদ্দিপিত হয়ে শাল দুধ তৈরি শুরু করে। এবং এর পরিমান শিশু জন্মানোর ১২-১৬ ঘন্টা আগে বৃদ্ধি পায়। তাই জন্মানোর পর পুরাপুরি শাল দুধ পায়। কিন্তু আগেই সিজার করালে কত আগে করিয়েছেন তার উপর নির্ভর করে অবশ্যই খুব কম পরিমান শাল দুধ পাবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ