এতে আরো কি কি সুবিধা থাকে জানাবেন কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
RyanRyan

Call

কোনো মনিটর বা টিভি ছাড়া অ্যান্ড্রয়েড টিভি বক্সের কোনো লাভ পাবেন না। এটা মূলত একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো যেটাতে ডিসপ্লে এবং ব্যাটারি, ক্যামেরা ছাড়া প্রায় সব আছে(র্যাম, রম, সিপিইউ সহ বাকিসব)। অ্যান্ড্রয়েড টিভি বক্স গুলো ব্যবহার করা হয় স্মার্ট টিভির বিকল্প হিসেবে। কারো স্মার্ট টিভি না থাকলে এই বক্স টিভিতে বা মনিটরে লাগালেই স্মার্ট টিভির সব সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যেকোনো অ্যাপ ইনস্টল এবং ব্যবহার, নেট চালানো, ইউটিউব দেখা, স্পিকার লাগিয়ে গান শোনা, পেনড্রাইভ লাগানো থেকে শুরু করে আরো অনেক কিছু করতে পারবেন। এবং রিমোট ছাড়াও আলাদা মাউস এবং কিবোর্ড লাগিয়েও কন্ট্রোল করতে পারবেন। এর জন্যে অবশ্যই একে কোনো led টিভি বা মনিটরের সাথে লাগাতে হবে। কারণ এগুলোই এর ডিসপ্লে হিসেবে কাজ করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ