শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বিস্তারিত বলতে পারবোনা তবে এই টুকু বলতে পারি যে, বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকেই সরন বলে। কিন্তু গতি বেগের উপর নির্ভর করেনা কারন সরন ধীরে হতে পারে আবার দ্রুত হতে পারে। অন্য দিকে সমবেগে চলমান কোন বস্তুর প্রকৃতিই সরে যাওয়া তাই সেই সরন সরন নয়। কারন বল প্রয়োগের ফলে এই গতি হয়নি। আগে থেকেই  সমবেগে এই গতি ছিলক্স যেমন পৃথিবীর ঘুর্নন গতি, গ্রহের গতি। কিন্তু এই গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে যদি গতিপথ পালটানো যায় তবে পালটানো কোনের পরিমান ও দুরত্ব অবশ্যই সরন। কিন্তু এখানে মনে রাখতে হবে যে পথ পালটে পুনরায় সমবেগে চলতে থাকে সেটা সরন নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ